মেয়াদ শেষ না হলেও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদত্যাগ করেছেন। তাদের দুজনের মেয়াদ আরো সাত মাস পরে শেষ হবে। এক জনের দেড় বছর বাকি এবং আরেকজন চলতি বছরে জানুয়ারিতে যোগ দিয়েছেন। চার সদস্যের পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার নিশ্চিত করেন আইডিআরএর চেয়ারম্যান এম আসলাম আলম।
আইডিআরএ চার সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন- বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নাজমা মোবারেকের নির্দেশে তারা পদত্যাগে বাধ্য হন বলে জানা গেছে। তাদের পদত্যাগ সম্পর্কে সচিব নাজমা মোবারেক বলেন, আইডিআরএর চার সদস্যকে পদত্যাগ করতে বুধবার পরামর্শ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তাঁদের পদত্যাগ করার কথা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)