মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মতিউল হাসান। আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
মতিউল হাসান দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
১৯৮৪ সালে মতিউল হাসান আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্মজীবনে তিনি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস এবং লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোর গুরুত্বপূর্ণ পদে ও নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির জয়েন্ট ভেঞ্চার) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেছেন। পরে ২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)