শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষা করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির আজ মঙ্গলবারের কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের ওপর বিশেষ নিরীক্ষা করা হবে। স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগের মাধ্যমে এই নিরীক্ষা করা হবে।
জানা গেছে, কোম্পানি তিনটি আর্থিক বিভিন্ন বিষয় ও সম্পদের হিসাব খতিয়ে দেখতে এই বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই কমিটির প্রথম বৈঠক গত মাসে অনুষ্ঠিত হয়। তাতে সিদ্ধান্ত হয়, বেক্সিমকোর লোকসানি বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার।
পাশাপাশি কিছু প্রতিষ্ঠান বিক্রিরও সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা কমিটির বৈঠকে। উপদেষ্টা কমিটির ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে কিছু কোম্পানির সম্পদ ও আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি জানতে তাই বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)