এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার, ৪ মার্চ এই বিষয়ে একটি চিঠিতে ডিএসইকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যেকোন সন্দেহজনক ট্রেড এক্সিকিউশন, যদি থাকে, যা অ-সম্মতির কারণ হতে পারে, তা অবিলম্বে সংশ্লিষ্ট /কমপ্লায়েন্স অফিসার/সিইও কে অবহিত করুন।
বিএসইসির সহকারী-পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটির পেছনে কোনো যৌক্তিক কারণ আছে কি না সেটি খুঁজে বের করতে হবে। এছাড়া, সম্প্রতি কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিং অথবা অনৈতিক কোনো লেনদেনের ঘটনা ঘটেছে কি না সেটিও তদন্তের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারী বিএসইসি থেকে একটি চিঠি জারি করা হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিছু কোম্পানির কার্যক্রম তদন্ত করা হয়েছে যেখানে এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেডকে সেই তালিকা থেকে বাদ দেওয়া এবং পৃথকভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)