স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ব্যবসা বহুমুখীকরণ করবে। পরিকল্পনা বাস্তবায়নে ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের (ডিএসপিএল) ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট পর্ষদ।
শেয়ার অধিগ্রহণের বিষয়ে বৃহস্পতিবার (৪ আগষ্ট/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে প্যারামাউন্ট।
আলোচ্য শেয়ারের মধ্যে ডিএসপিএলের শাপুরজি পালোনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটালের মালিকানাধীন রয়েছে ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি। আর, সুনীল কুলকার্নির মালিকানাধীন রয়েছে ৮টি শেয়ার। এসব শেয়ারের মূল্য ৫ কোটি ২৬ লাখ ৯৮হাজার ৮৭০ টাকা বলে জানায় বস্ত্র খাতের কোম্পানিটি।
প্যারামাউন্ট এর আগে ১২ এপ্রিল/২০২২ ডিএসইর মাধ্যমে ডিএসপিএলের পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে যৌথ উদ্যোগে পাবনায় অবস্থিত ডায়নামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-টাইয়িডের সৌর বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে চায় প্যারামাউন্ট। প্রকল্পে চুক্তির মেয়াদ হবে ২০ বছর। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা।
শেয়ারমার্কেটে ২০১৩ সালে তালিকাভূক্ত প্যারামাউন্টের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে।
কোম্পানির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই/২০২১ থেকে মার্চ/২০২২) ইপিএস হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। -যা আগের বছর একই সময় ২ টাকা ৩৫ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ১ টাকা ৫৭ পয়সা।
আবার, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ/২০২২) প্যারামাউন্টের ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৯২ পয়সা। অর্থাৎ, তৃতীয় প্রান্তিকে আগের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।
প্যারামাউন্ট টেক্সটাইলের ৩১ মার্চ/২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস ২৮ টাকা ৯১ পয়সায় দাঁড়িয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)