স্টাফ রিপোর্টার: বিশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম । ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে শহীদ রেজার মালিকানায় রয়েছে ২ কোটি ৭ লাখ ৬২ হাজার ২৭৮টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত ২০ লাখ শেয়ার ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
শেয়ারমার্কেটে ২০০৩ সালে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১ হাজার ৬২ কোটি টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা।
স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ১০৬ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৭৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৭ দশমিক ৪২ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৩৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)