স্টাফ রিপোর্টার: দেশের শেয়ার মার্কেটে লেনদেনকৃত কোম্পানি বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিদ্বয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার (১২ ডিসেম্বর/২০২২) অনুষ্ঠিত কোম্পানি দু’টির পর্ষদ সভায় আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
এর মধ্যে- বিএসআরএম স্টিলের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর/২২) শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। বিপরীতে, আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৮৯ পয়সা।
বিএসআরএম স্টিলের ৩০ সেপ্টেম্বর/২০২২, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬৯ পয়সায়।
আর, বিএসআরএম লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর/২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। বিপরীতে, আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ২৯ পয়সা।
বিএসআরএম লিমিটেডের ৩০ সেপ্টেম্বর/২০২২, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১২৮ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)