স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেমিনি সী ফুড লিমিটেড। একইসঙ্গে, নগদ ১০ ও স্টক ৩০ মিলে ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণায় B থেকে A ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (১১ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে জেমিনি সী ফুড।
আবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- কোনো প্রতিষ্ঠান ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। তবে, জেমিনি সী ফুড ১০ শতাংশের বেশি অর্থাৎ, ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় B থেকে স্থানান্তরিত হয়ে A ক্যাটাগরিতে লেনদেন করবে।
এ বিষয়ে ডিএসই জানায়, চলতি মাসের ১২ তারিখ, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি শেয়ার মার্কেটে A ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)