স্টাফ রিপোর্টার: ওষুধ রসায়ন খাতের প্রতিষ্ঠান সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেটেডের পর্ষদ ৩০ জুন-২০২২ হিসেব বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়। ঘোষিত লভ্যাংশ গত ২৯ ডিসেম্বর/২০২২, রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত অনুমোদন পায়। এতে ক্যাটাগরির উন্নয়ন হয় প্রতিষ্ঠানটির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি/২০২৩) জানা যায়, সালভো কেমিক্যাল ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় B থেকে A ক্যাটাগরিতে লেনদেন করবে ৫ ফেব্রুয়ারি, রোববার থেকে। এর আগে ৮ নভেম্বর/২০২২-এর পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর, ২০২০ হিসেব বছরের জন্য মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)