স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৬ ফেব্রুয়ারি/২০২৩) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।
কোম্পানীর চেয়ারম্যন মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা, কোম্পানি সচিব ও শেয়ারহোল্ডারগণ।। পরিচালক অনিকা চৌধুরী, কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলামসহ শেয়ারহোল্ডারগণ।
বার্ষিক সাধারণ সভায় পর্ষদ কর্তৃক উত্থাপিত লভ্যাংশ ঘোষণার এজেন্ডার পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে গত বছরের ২৭ অক্টোবর ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।
ম্যাকসন্স স্পিনিং ২০২১-২০২২ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় পর্ষদকে ধন্যবাদ জানান শেয়ারহোল্ডাররা। একইসঙ্গে, লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা ধরে রাখারও আহ্বান জানান তারা।
শেয়ার মার্কেটে ২০০৯ সালে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২৪০ কোটি ৩ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ারসংখ্যা ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ শেয়ার। বাকি ৬৩ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)