সিনিয়র রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর অর্থাৎ ২০১৯-২০ হিসাব বছর থেকেই টানা প্রতি বছর ব্যবসা কমে যাচ্ছে কোম্পানিটির।
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানির বিক্রি কমে গেছে। আর ব্যবসা কমার পাশাপাশি প্রতি বছরই কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও কমে যাচ্ছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৮-১৯ হিসাব বছরের পর থেকে প্রতি বছর ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের বিক্রি কমে যাচ্ছে। আলোচ্য বছরে কোম্পানিটির বিক্রি হয়েছিল ৬৩ কোটি ১৪ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৫৮ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা বা ৭ দশমিক ২৪ শতাংশ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৬ লাখ টাকা বা ৭ দশমিক ৩২ শতাংশ।
২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি ও নিট মুনাফা বাড়লেও পরের বছর অর্থাৎ ২০১৯-২০ হিসাব বছর থেকে তা কমতে দেখা যায়। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি এর আগের হিসাব বছরের চেয়ে ১০ দশমিক ৪৮ শতাংশ কমে হয়েছে ৫৬ কোটি ৫৩ লাখ টাকা।
আলোচ্য হিসাব বছরে বিক্রি কমেছে ৬ কোটি ৬২ লাখ টাকা। এ সময়ে বিক্রি কমার পাশাপাশি কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও কমে গিয়েছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা ৪৪ লাখ টাকা কমে হয়েছে ৯ কোটি ২৩ লাখ টাকা। শতকরা হিসেবে যা কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ।
২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ৪৭ কোটি ৫১ লাখ টাকা। এ বিক্রি এর আগের হিসাব বছরের চেয়ে ৯ কোটি ২ লাখ টাকা বা ১৫ দশমিক ৯৫ শতাংশ কম ছিল। আর সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪৮ শতাংশ কমে হয়েছে ৪৪ কোটি ৯০ লাখ টাকা। এ সময়ে মোট বিক্রি কমেছে ২ কোটি ৬১ লাখ টাকা।
বিক্রি কমার পাশাপাশি আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও কমে গিয়েছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। এর আগের হিসাব বছরের এ মুনাফা ছিল ১০ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৫ কোটি ৯ লাখ টাকা বা ৪৭ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরে প্রথমার্ধে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২৩ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বাবদ আয় কমেছে ১ কোটি ৬৫ লাখ টাকা বা ৭ দশমিক ১৪ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ৯৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৯৮ লাখ টাকা বা ৪০ দশমিক ১৫ শতাংশ।
২০২০ সালের ২ ডিসেম্বর দেশের পুঁজিবাজারে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ২৩ লাখ টাকা।
মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর মধ্যে ৩০ দশমিক ২০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৭ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫২ দশমিক ৩৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৬ টাকা ৫০ পয়সা ও ২৪ টাকা ৯০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)