স্টাফ রিপোর্টার: এসএমই মার্কেটে (স্বল্পমূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত কৃষিবিদ ফিড লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের কাছে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে আর এক উদ্যোক্তাও নিজের সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কৃষিবিদ ফিড লিমিটেডের উদ্যোক্তা মো. মোশাররফ হোসাইন গত ২ ফেব্রুয়ারি নিজের কাছে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি তাঁর কাছে থাকা সাড়ে ১১ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন।
এদিকে কৃষিবিদ ফিডের আরও এক উদ্যোক্তাও নিজের কাছে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা জিন্নাত আরা নিজের দেড় লাখ শেয়ার আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে বিক্রি করে দেবেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)