ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহেও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও আগের সপ্তাহের মতো অনেক কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকার বা ২৫.৫২ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ কমে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৪৪০ পয়েন্টে নেমেছে।
অন্যদিকে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২৮০টির। আর ২৮টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৫১৫ কোটি ৬ লাখ ৬৭ হাজার টাকা বা ১ দশমিক ৬৬ শতাংশ বাজার মূলধন কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ৯০ হাজার ২৪৬ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকায়।
নিউজজি/শানু
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।