স্টাফ রিপোর্টার : এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড করোনার প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে বেশি মুনাফা করেছে। যে কারণে সাধারণ বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় বৃহস্পতিবার পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
এর আগের ২০১৭ সালে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
কোম্পানির সচিব সাইফুল ইসলাম চৌধুরী জানান, ২০২১ সালে এশিয়া প্যাসিফিকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৩ পয়সা। সেখান থেকে ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ারহোল্ডারদের এক টাকা ৮০ পয়সা করে দেবে। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় হবে।।
এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৩ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সময়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯৬ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।