স্টাফ রিপোর্টার: চলতি ২০২১-২২ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের। সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদনের পর প্রকাশিত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩ টাকা ২৬ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬৩ পয়সায়।