Homeবিশ্ববাণিজ্যশ্রীলংকাকে ৭০ কোটি ডলার সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

শ্রীলংকাকে ৭০ কোটি ডলার সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

ডেস্ক রিপোর্ট : আগামী কয়েক মাসের মধ্যে শ্রীলংকাকে ৭০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস এ তথ্য নিশ্চিত করেন। খবর নিউজওয়্যার।

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার চিয়ু ক্যানডার সঙ্গে সাক্ষাত করেছেন তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশ তেকে দীর্ঘমেয়াদি সহায়তা আসার আগে বিশ্বব্যাংকের কাছে জরুরি সহায়তা কামনা করেন পেইরিস।

আসন্ন বাজেটে শ্রীলংকার বাজেট ঘাটতি মোকাবেলার চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী। টেকসই সমাধানে পৌছানোর আগ পর্যন্ত বিশ্বব্যাংকের স্বল্পমেয়াদি সহায়তা কামনা করেন তিনি।

চিয়ু ক্যানডা আশ্বস্থ করেন, এডিবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও জাতিসংঘের সঙ্গে জরুরি সহায়তা নিয়ে কাজ করছে বিশ্বব্যাংক। শ্রীলংকার জনগণের এ কঠিন সময়ে পূর্ব প্রতিশ্রুত প্রকল্পগুলো চালুতে উৎসাহিত করেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার। ওই উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি পরবর্তী কয়েক মাসের মধ্যে আনুমানিক ৭০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত