স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজার দুদিন বন্ধ থাকবে। তবে সপ্তাহিক ছুটিসহ মোট চারদিন শেয়ার লেনদেনসহ সামগ্রীক কার্যক্রম বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার পবিত্র ঈদুল আযহা উদযাপন। তাই কোরবানির ঈদ উপলক্ষে ঈদের দিন রোববার এবং সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
একই সঙ্গে ঈদ উপলক্ষে সরকারি ছুটি সোমবার পর্যন্ত নির্ধারিত, পরদিন মঙ্গলবার (১২ জুলাই) থেকে সব কার্যক্রম চলবে।