স্টাফ রিপোর্টার : মতিন স্পিনিং মিলস পিএলসি’র ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট’ ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। স্পেশাল ইয়ার্ন ইউনিটের দৈনিক সুতা উৎপাদন ক্ষমতা ১০ টন। নতুন করে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা আরো প্রায় ২০ শতাংশ বাড়বে।
বৃহস্পতিবার (২১ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেশাল ইয়ার্ন ইউনিটে উৎপাদন চালুর পর কোম্পানির দৈনিক মোট উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৬১ মেট্রিক টন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ১৮৬ কোটি টাকা ব্যয়ে স্পেশাল ইয়ার্ন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে জার্মানি দুটি প্রতিষ্ঠানের সাশ্রয়ী সুদের ঋণ হিসেবে ১২৫ কোটি টাকা এবং বাকী ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করা হয়।
কোম্পানির কর্তৃপক্ষ জানায, স্পেশাল ইয়ার্ন ইউনিটে উৎপাদন শুরু হলে বার্ষিক টার্নওভার বা পণ্য বিক্রির পরিমাণ ৯৫ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে।