স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। কোম্পানির চলতি ২০২২ হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন/২০২২) এমন চিত্র ফুটে উঠেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে বৃহস্পতিবার (২১ জুলাই/২০২২) এবিষয়ে একটি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পায়। -যা কোম্পানির পর্ষদ সভায় অনুমোদনপ্রাপ্ত।
কোম্পানির প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময় অর্থাৎ, হিসেব বছরের এপ্রিল-জুন পর্যন্ত প্রভাতীর ইপিএস হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময় যা ৭৪ পয়সা ছিল। সেহিসেবে কোম্পানির ইপিএস কমেছে ২০ পয়সা বা ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
এর বিপরীতে, জানুয়ারি-জুন/২০২২ পর্যন্ত প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৮২ পয়সা। সেহিসেবে কোম্পানির ৬ মাস মেয়াদে ইপিএস বেড়েছে ১১ পয়সা।
এপর্যায়ে চলতি হিসেব বছর প্রভাতী ইন্স্যুরেন্সের এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সায়। আগের বছর একই সময় যা ছিল ১৯ টাকা ৮৬ পয়সা।