স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ৫৩টি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা করেছে। এসব মিটিং দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের মধ্যে আহ্বান করা হয়েছে। তবে অধিকাংশ সভা শুরু হবে দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে।
ডিএসইর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২৫ জুলাই/২০২২ তারিখ, সোমবার ৪টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে। এ ৪টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মার্কেন্টাইল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে।
মঙ্গলবার (২৬ জুলাই/২০২২) রয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড ও আইপিডিসি ফিন্যান্স মিলে ৫টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা।
এরপর, ২৭ জুলাই/২০২২ তারিখ বুধবার রয়েছে ২০টি প্রতিষ্ঠানের বোর্ড মিটিং। এরমধ্যে বীমা খাতের কোম্পানি রয়েছে ১০টি। তা হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আবার, একইদিনে ৩টি আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ, লংকাবাংলা ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোর্ড মিটিং রয়েছে ২৭ জুলাই।
এছাড়া ২৭ জুলাই ব্যাংকিং খাতের মধ্যে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিলে ৫টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা।
সেমাবার (২৭ জুলাই) আরো রয়েছে টেলিকমিউনিকেশন খাতের রবি আজিয়াটা ও লিন্ডে বাংলাদেশ (লিন্ডেবিডি) লিমিটেড মিলে ২টি কোম্পানির সভা।
এরপর, ২৮ জুলাই/২০২২ তারিখ বৃহস্পতিবার রয়েছে ২২টি প্রতিষ্ঠানের বোর্ড মিটিং। এরমধ্যে ব্যাংকিং খাতের ১০টি কোম্পানি হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি),এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড।
একইদিনে (বৃহস্পতিবার) বীমা খাতের ৯টি কোম্পানি অর্থাৎ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআিইসি),সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্সে ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা রয়েছে।
এছাড়া বাটা সু লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড ও বাংলাদেশ ফিন্যান্স লিমিটেড (বিডি ফিন্যান্স) মিলে ৩টি প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে ২৮ জুলাই বৃহস্পতিবার।
শনিবার (৩০ জুলাই/২০২২) রয়েছে সোনালী লাইফ ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড মিটিং।