স্টাফ রিপোর্টার : ব্যাংকঋণ ও প্রণোদনা প্যাকেজের দায় সমন্বয়ের জন্য ৪১৬ দশমিক ৫০ ডেসিমল জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সিরামিক খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির রাজধানীর দক্ষিণ ধামরাইয়ের কারখানার বাইরে অব্যবহূত উল্লেখিত পরিমাণ জমি ২০ কোটি টাকায় বিক্রি করা হবে। এ অর্থের মধ্যে ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ করবে। আর ৫ কোটি টাকা দিয়ে প্রণোদনা প্যাকেজের দায় সমন্বয় করবে কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা শূন্য ১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা।