Homeবিশেষ সংবাদব্যক্তিকে অনুকরণ নয়, বিনিয়োগে জ্ঞান অর্জন জরুরী: শিবলী রুবাইয়াত

ব্যক্তিকে অনুকরণ নয়, বিনিয়োগে জ্ঞান অর্জন জরুরী: শিবলী রুবাইয়াত

স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে বাজার বিষয়ে জ্ঞান অর্জন জরুরী। পাশাপাশি, থাকতে হবে বিনিয়োগের সাহস এবং আর্থিক সামর্থ। রহিম-করিম কী করল- তা অনুসরণ করে ইনভেস্ট করা যাবেনা।

ময়মনসিংহে আয়োজিত দু’দিনের বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের শেষদিন শনিবার (৩০ জুলাই/২০২২) সভাপতির বক্তব্যে এসব কথা বলেন- বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি রিস্ক নেয়ার যোগ্যতা থাকে তবে শেয়ারে বিনিয়োগ করুন। নইলে মিউচুয়াল ফান্ড এবং বন্ড মার্কেটে ইনভেস্ট করুন।

বিএসইসি চেয়ারম্যান আরো বলেন, মার্কেট বিষয়ে জ্ঞান না থাকলে সরাসরি শেয়ারে বিনিয়োগ করা উচিৎ নয়। জ্ঞান অর্জন ছাড়া না জেনে-বুঝে বিনিয়োগ করলে বিপদে পড়তে হবে, পুঁজি হারাতে হবে।

সমস্যা উত্তরণে বিনিয়োগ শিক্ষা অর্জনের পরামর্শ দেন শিবলী রুবাইয়াত। বিনিয়োগ শিক্ষার পাশপাশি অর্থনীতি বিষয়ে জ্ঞান অর্জনেরও তাগিদ দেন তিনি।

তিনি বলেন, বাজারে কিছু বুদ্ধিমান লোক রয়েছে, -যাদের কাজ গুজব ছড়িয়ে ফায়দা লোটা। কখনো নিজের প্রয়োজনে, আবার কখনো রাজনৈতিক স্বার্থে গুজব ছড়িয়ে থাকে তারা। এ অবস্থায় অস্থির না হয়ে সতর্কতার সাথে বিনিয়োগের উপদেশ দেন তিনি।

ময়মনসিংহের টাউন হলের এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিএসইসি এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত “বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ময়মনসিংহ ২০২২” শীর্ষক সেমিনারে শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো: শফিকুল রেজা বিশ্বাস,  উপ-মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য (বিপিএম-সেবা), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ এনামুল কবীর, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনামুল হক শামীম, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম,  বিএসইসি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান।

সেমিনারে প্যানেল আলোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব সঞ্চালনা করেন- ঢাকা ব্রোকারেজ এসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী।  এ পর্বে  যোগ দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভূইয়া, ঢাকা ব্রোকারেজ এসোসিয়েশনের (ডিবিএ) বর্তমান সভাপতি রিচার্ড ডি রোজারিও, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ এবং বিএমবিএ সভাপতি সাইয়েদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, শেয়ার বাজারে আমরা স্বস্তির জন্য যাই। জরুরী প্রয়োজন অথবা পারিবারিক  চাহিদা, পূরণে যেন কাজে লাগে সে উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকি। গুজবে কান না দিয়ে জ্ঞান-বুদ্ধির প্রয়োগে বিনিয়োগের মন্ত্রণা দেন তিনি।

বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বিনিয়োগ শিক্ষার ধাপ তিনটি। জ্ঞান অর্জন, জ্ঞানের প্রয়োগ এবং বিনিয়োগের মনোভাব। পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে এই তিনটি ডাইমেনশনকে ব্যবহার করতে হবে।

বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং সাবেক কমিশনার আরিফ খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

দু’দিনব্যাপি আয়োজিত বিনিয়োগমেলার সেমিনারে ময়মনসিংহের বিনিয়োগকারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত