স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের ৬ পরিচালক ৮৩ লাখ শেয়ার মঙ্গলবার (২৩ আগস্ট) ক্রয় ও বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠান তিনটি হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কর্পোরেট উদ্যোক্তা পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন কোম্পানির ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার বিক্রয় করবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৯১৯টি শেয়ার আছে। অন্যদিকে কোম্পানির মনোনীত পরিচালক রাশেদ আহম্মেদ চৌধুরী ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার কিনবে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৬২ হাজার ২৭৮টি শেয়ার রয়েছে।
এছাড়া বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় করবেন। এরমধ্যে প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল বাতেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৩টি, আব্দুর রউফ ২ লাখ ৭০ হাজার এবং ফরিদা আকতার ১ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি করবেন।
অন্যদিকে, কোম্পানির পরিচালক তাসমিন বিনতে মোস্তফা ৭ লাখ ১৫ হাজার ৮৩৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
৬ উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয় করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।