আপডেট : আগস্ট ৩১, ২০২২ , ৪:০৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ২ কোটি ৪ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মাকসুদুর রহমান। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে মাকসুদুর রহমানের মালিকানায় রয়েছে ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত শেয়ার ডিএসইর ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
শেয়ারমার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৮১৬ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।
মার্কেন্টাইলের মোট শেয়ারসংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৭৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ১৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ৩১, ২০২২ , ৪:০৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।