সকল মেনু

মূলধন বাড়াতে বন্ড ছাড়বে ন্যাশনাল ব্যাংক

স্টাফ রিপোর্টারব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফরেন কারেন্সি ডেনোমিনেটেড, সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়- বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাসেল-থ্রি এর অধীনে মূলধনের ভিত্তি শক্তিশালী করবে ন্যাশনাল ব্যাংক।

সাত বছর মেয়াদী এ বন্ডের বিষয়ে ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদন নেয়া হয়েছে বলে জানায় ডিএসই।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে ন্যাশনাল ব্যাংক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top