সকল মেনু

ডিএসইর চিঠির জবাব দিয়েছে ন্যাশনাল টি

ডেস্ক রিপোর্ট: শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি। ন্যাশনাল টি কোম্পানির কাছে গত ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই ওয়েবসাইটে সোমবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্যে জানা যায়- ন্যাশনাল টি’র মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত একটি খবর জাতীয় দৈনিক পত্রিকায়  প্রকাশ করা হয়।

ইতোমধ্যে কোম্পানিটি শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত খবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে।

কোম্পানিটি আরো জানিয়েছে, পত্রিকায় প্রকাশিত খবরটি ন্যাশনাল টির প্রকাশিত তথ্য থেকে ভিন্ন। ওই সংবাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক নেই বলে জানায় ন্যাশনাল টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top