Homeবিশেষ সংবাদঋণখেলাপি মামলায় নুরজাহান গ্রুপের এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঋণখেলাপি মামলায় নুরজাহান গ্রুপের এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট: এক সময়ের ভোগ্যপণ্য ব্যবসার অন্যতম জায়ান্ট চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপ। ভোজ্যতেল, গম, মসলাসহ ভোগ্যপণ্যে আধিপত্যের সঙ্গে ব্যবসা করলেও- আগের সেই ব্যবসা এখন আর নেই। গত কয়েক বছর ধরে গ্রুপটির ব্যবসা সংকুচিত হলেও বাড়ছে দেনার পরিমাণ। এর মধ্যে গ্রুপটির কাছে পাঁচ ব্যাংকের দেনার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

২৬৮ কোটি টাকার খেলাপি মামলায় নুরজাহান গ্রুপের দুই কর্ণধারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাউথ ইস্ট ব্যাংক জুবলী রোড শাখার দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্তরা হলেন- নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ ও চেয়ারম্যান টিপু সুলতান।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ২০২০ সালে ২৬৮ কোটি টাকা ঋণ আদায়ে নুরজাহান গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে সাউথ ইস্ট ব্যাংক। এরপর বিভিন্ন মেয়াদে তাদের বিরুদ্ধে আদালত সমন জারি করলেও, তারা আদালতে হাজির হননি। তাই আজ মঙ্গলবার আদালত জহির আহম্মদ ও চেয়ারম্যান টিপু সুলতানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এক সময়ের ভোগ্যপণ্য ব্যবসার অন্যতম জায়ান্ট চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপ। ভোজ্যতেল, গম, মসলাসহ ভোগ্যপণ্যে আধিপত্যের সঙ্গে ব্যবসা করলেও- আগের সেই ব্যবসা এখন আর নেই।

গত কয়েক বছর ধরে গ্রুপটির ব্যবসা সংকুচিত হলেও বাড়ছে দেনার পরিমাণ। এর মধ্যে গ্রুপটির কাছে পাঁচ ব্যাংকের দেনার পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে গ্রুপটির ভোগ্যপণ্য আমদানির ব্যবসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তথ্য সূত্র : টিবিএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত