Homeফান্ডামেন্টাল ডিটেইলসপেনিনসুলা, লুবরেফ ও ইনডেক্স অ্যাগ্রো হল্টেড

পেনিনসুলা, লুবরেফ ও ইনডেক্স অ্যাগ্রো হল্টেড

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়েছে ৩ কোম্পানির শেয়ারে। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা কোম্পানিগুলো হচ্ছে- দ্য পেনিনসুলা চিটাগং, লুবরেফ বিডি ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।

সূত্র মতে, বেলা ১১টা পর্যন্ত দ্য পেনিনসুলা চিটাগংয়ের স্ক্রিনে ১০ লাখ  ৭০ হাজার ৩১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে লুবরেফ বিডির স্ক্রিনে ৪ লাখ ৮৬ হাজার  ৬৭২টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইনডেক্স অ্যাগ্রোর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত