Homeকোম্পানি সংবাদডিএসইতে দৈনিক গড় লেনদেন ৯.৭০% কমেছে

ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৯.৭০% কমেছে

স্টাফ রিপোর্টার : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৯.৭০ শতাংশ।

ডিএসই সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩ হাজার ১৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ১২৪ টাকার। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ১৪ হাজার ৬১ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪৩৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসর গড় লেনদেন কমেছে ৯.৭০ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে সাপ্তাহিক লেনদেন কমেছে বড় ব্যবধানে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ  ৮০ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকার বা ২৭.৭৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩১ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬১ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩.৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির। আর ১৯২টির দাম ছিল অপরিবর্তিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত