স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, ফনিক্স ফাইন্যান্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানি ৩ টির বার্ষিক সাধারণ সভা ( এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট।
আগামি ১১ ও ১২ অক্টোবর স্পট মার্কেটে হবে কোম্পানিগুলোর লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ অক্টোবর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।