স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও ক্রেতা সংকটে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৬৮ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলো ক্রেতাশূন্য হওয়ায় দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে সোমবার জানা গেছে, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের ২০টি, সিরামিক ও প্রকৌশল খাতের ১৩টি, ওষুধ খাতের ১২টি, জ্বালানি খাতের ১১টি, খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, আইটি খাতের ৩টি, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন ২টি এবং কাগজ খাতের ১টি কোম্পানি।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৭, ২০২২ , ৫:৪৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।