সকল মেনু

শেয়ার কেনার আগে কী দেখবেন

রাহেল আহমেদ শানু: যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান কিন্তু এখনো করনেনি তাদের ব্যবসার কিছু কৌশল শিখে রাখা দরকার। প্রত্যেক ব্যবসার কিছু কৌশল আছে, যা বিনিয়োগের আগে শিখে নেয়া দরকার।

যারা আসতে চান তাদের জন্য এই বন্দনা। যারা সাধারণত বন্ধু বা পরিচিত কারো কথা শুনে তাদের প্রথম বিনিয়োগ করেন, তাদের অভিজ্ঞতা বেশি ভালো নয়। প্রথমে জেনে নেই ক্যাটাগরি বা বিষয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর গ্রহণযোগ্যতা এবং ব্যর্থতা অনুসারে ৫ ভাগে ভাগ করা হয়েছে।

A – নিয়মিত AGM ও নূন্যমত ১০% লভ্যাংশ প্রদানকারী।
B- নিয়মিত AGM করলে ও ১০% এর কম লভ্যাংশ প্রদানকারী

G- বাজারে অন্যর্ভূক্ত হলেও উৎপাদনে না যাওয়া কম্পানি।
N- বাজারে অন্যর্ভূক্ত নতুন কম্পানি।
Z- আনিয়মিত AGM ও ৬ মাস বা অধিক সময় ধরে উৎপাদন বন্ধ।

এছাড়াও নিয়ম না মানা কোম্পানিগুলোকে শাস্তি হিসেবে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট পাঠানো হয়। যদিও ওটিসি মার্কেট এখন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিগগিরই এই কোম্পানিগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) শেয়ার লেনদেন করবে।

দেশের উভয় স্ট মার্কেটে এসব প্রতিষ্ঠানকে খাত হিসেবে ২১টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। নিচে দেখুন

1. Bank
2. Cement
3. Ceramics Sector
4. Corporate Bond
5. Debenture
6. Engineering
7. Financial Institutions
8. Food & Allied
9. Fuel & Power
10. Insurance
11. IT Sector
12. Jute
13. Miscellaneous
14. Mutual Funds
15. Paper & Printing
16. Pharmaceuticals & Chemicals
17. Services & Real Estate
18. Tannery Industries
19. Telecommunication
20. Textile
21. Treasury Bond

এবার বাছাই পর্ব: ধরে নিই IT Sector -এ মাত্র ৫টি কোম্পানি রয়েছে। তার মধ্যে ধরে নেই কোম্পানি ‘এ’। এই সেক্টরে কারসাজি করা তুলনামূলকভাবে অন্য বড় সেক্টরের চাইতে সহজ। এবার দেখি অন্য তথ্যগুলো।

এ কোম্পানির Last Trade 50.00
52 Week’s Range 26.5 – 88.9 – দাম বেশ উঠা নামা করে।
Face Value 10.0
Market Lot 500
Market Category A (ভাল)
Electronic Share Y (ভাল)
Total no. of Securities 22853600

এবার শেয়ার সংখ্যা দেখি নিই। কার হাতে কতো আছে-

Share Percentage: Sponsor/Director 52.24; Govt.0; Institute 0; Foreign 0; Public 47.76
মোট শেয়ার Total no. of Securities 22853600

তার মানে প্রায় ১,০৯,৬৭, ৯২৮টি (Total no. of Securities*Share Percentage) শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে, যা সংখ্যার বিচারে অনেক কম। অর্থাৎ কেউ চাইলেই বেশি সংখ্যক শেয়ার কিনে নিয়ে মূল্যকে প্রভাবিত করতে পারে। এমন কোম্পানিগুলোর শেয়ারের দাম খুব কমই নিচে নামে।

এবার অন্য তথ্য দেখি-
Authorized Capital in BDT* (mn) 300.0
Paid-up Capital in BDT* (mn) 229.0

দুটি বেশ কাছাকাছি। ফলে বোনাস শেয়ার দেওয়ার সম্ভবনা কম আর পেলেও তার পরিমাণ কম হবে।

Last AGM Held: 24/12/2019 এবং
Bonus Issue 12%B 20019, 6% 2020, 10% 2021। তবে ইতিহাস বেশি বোনাস দেয় না (বোনাস শেয়ার পাবার সম্ভবনা কম)

Right Issue n/a
Year End 202106; এপ্রিল মানে ২ মাস পরেই লভ্যাংশ ঘোষণা এবং শেয়ারের দামও বেশি হবে।

Current Price Earning Ratio (P/E)
(Based on Continuing operation) 52.19
Basic EPS in BDT* (Based on continuing operations) 0.24

আরো তথ্য দেখি: শেয়ার প্রতিআয় মাত্র ২৪ পয়সা এবং P/E ৫২।  ৪০ এর উপরে গেলে বিশেষ গ্রহণযোগ্য নয়। ১৫ বা তার নিচে নিরাপদ। তবে ঝুঁকি নিতে চাইলে ২০ সর্বোচ্চ ২৫। কিন্তু কোনভাবেই ২৪ পয়সা আয় করা কোম্পানির জন্য বেশি ঝুঁকি নেয়া উচিত নয়; আত্নঘাতি হবে পারে।

তবে মনে রাখতে হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর গ্রহণযোগ্যতা অনুসারে ‘এ’ ক্যাটাগরির দিকে বেশি নজর দেয়া উচিৎ। বিনিয়োগ সবসময় ঝুঁকিমুক্ত থাকবে।

তবে বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বেশি ‘জেড’ ক্যাটাগরির দিকে নজর থাকে। অনেকে উচ্চ ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেন। তবে এমনটা না হওয়াই উত্তম। (সংক্ষিপ্ত)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top