সকল মেনু

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৯০৬ টাকা এবং গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪ কোটি ৭ লাখ ৫০ হাজার ৩৭৩ টাকা।

এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৮ টাকা এবং গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৪৩৮ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৬৫৯ টাকা এবং গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪৪৪ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top