Homeফান্ডামেন্টাল ডিটেইলসচার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রথম শেয়ার লেনদেন ৩০ অক্টোবর

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রথম শেয়ার লেনদেন ৩০ অক্টোবর

স্টাফ রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন রোববার (৩০ অক্টোবর) থেকে শুরু হবে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড `সিএলআইসিএল’ এবং কোম্পানি কোড হচ্ছে `২৫৭৫৫’।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার জানা গেছে, চলতি মাসের ২৬ অক্টোবর আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া সব শেয়ার পাঠানো হয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও শেয়ারবাজারে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে কোম্পানির কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত