প্রকাশ : নভেম্বর ৬, ২০২২ , ৬:৪৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানির কর্তৃপক্ষ ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে রোববার (০৬ নভেম্বর) জানা গেছে, তহবিল সংগ্রহের জন্য জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সাথে সম্প্রতি একটি চুক্তি সই করেছে। জনতা ক্যাপিটাল কোম্পানিটির ফান্ড অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারদের কাছে বন্ড ইস্যুর সম্মতি শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতির জন্য আবেদন করবে কোম্পানির কর্তৃপক্ষ।
বোরবার সকালে কোম্পানির শেয়ারপ্রতি ৩৬.৫০ টাকায় শুরু হয়েছে।
বিগত দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে এক বিনিয়োগকারী বলেন, শিগগিরিই কোম্পানির শেয়ারপ্রতি দর উড়তে শুরু করবে। বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে কারসাজির সুযোগ সৃষ্টি হবে এবং বন্ড শেষে শেয়ার দর পড়তে শুরু করবে।
কারসাজির সুযোগ কোম্পানির কর্তৃপক্ষ করে দেন বলে জানান তিনি।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৬, ২০২২ , ৬:৪৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।