স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ২৬ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৪৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড ২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বেক্সিমকো ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এএফসি অ্যাগ্রো,আল-হাজ্ব টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিটি ব্যাংক, সিভিও পেট্রোল, দেশবন্ধু পলিমার, ই-জেনারেশন,ইস্টার্ণ হাউজিং, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জেনারেশন নেক্সট, হাক্কানি পাল্প, হামিদ ফেব্রিক্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, কেডিএস অ্যাক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিডি মনোস্পুল, ওরিয়ন ফার্মা, পেপার প্রসেসিং, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রিং শাইন, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার ও স্কয়ার ফার্মা লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।