স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানিটি ৪৯ লাখ ১২ হাজার ৯৮৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২৯ লাখ ১৫ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি৭ লাখ টাকা।
নাভানা ফার্মা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২২ লাখ ৯৪ হাজার ৩১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ২৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিল, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২১, ২০২২ , ১১:৫৮ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।