সকল মেনু

এম এল ডায়িংয়ের গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার: এম এল ডায়িং লিমিটেডের গাজিপুরের ভবানিপুরে শাখার একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটে কোম্পানিটির স্পিনিং ইউনিটের কারখানার গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে আগুন নিয়ন্ত্রনের কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কোম্পানিটির কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন এম এল ডাইংয়ের কোম্পানি সচিব এ.কে.এম আতিকুর রহমান।

কোম্পানি সচিব এ.কে.এম আতিকুর রহমান বলেন, কারখানার গোডাউনে মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১ টা অব্দি কারখানার গোডাউনটির আগুন নিয়ন্ত্রনের কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আর এটি গোডাউন হওয়াতে সেখানে মানুষের উপস্থিতি কম থাকে তাই কোন প্রানহানীর সম্ভাবনা নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top