Homeঅ্যানালাইসিসবন্ড এন্ড রেট৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে প্রিমিয়ার ব্যাংক

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে প্রিমিয়ার ব্যাংক

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিপত্র পেয়েছে। এর আগে কমিশনের ৮৪৫তম সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রোববার (৪ ডিসেম্বর/২০২২) এ তথ্য জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

প্রিমিয়ার ব্যাংকের ৬০০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য ফ্লোটিং রেটবিশিষ্ট এ বন্ডটির মেয়াদ সাত বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭ থেকে ৯ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬ লাখ টাকা।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ  এ বন্ড ইস্যুর মাধ্যমে  কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা অনুসারে ব্যাসেল থ্রি-এর অধীনে ব্যাংকটির টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বিএসইসি বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি)  তালিকাভুক্ত হওয়ার শর্ত দিয়েছে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ)। আর, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে লিড অ্যারেঞ্জার হিসেবে।

ঋণমান ‘বি ওয়ান’। ২০২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংকের এ প্রত্যয়ন করেছে মুডি’স ইনভেস্টরস সার্ভিস।

ব্যাংকটি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। -যা আগের বছর একই সময়  ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য বা এনএভিপিএস ২১ টাকা ৪৪ পয়সায় দাঁড়ায়। আগের বছর শেষে যা  ১৯ টাকা ৫৬ পয়সায় ছিল।

পুঁজিবাজারে ২০০৭ সালে  তালিকাভূক্ত প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১ হাজার ১৪৭ কোটি ৩৮ লাখ টাকা। ব্যাংকের রিজার্ভে রয়েছে ১ হাজার ৮৯ কোটি ৫ লাখ টাকা। আর, এর মোট শেয়ার সংখ্যা ১১৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৮০০টি। এরমধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪ দশমিক ৭০ শতাংশ শেয়ার। ১ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে বিদেশী বিনিয়োগকারীদের কাছে। আর, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩৯ দশমিক ২০ শতাংশ শেয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত