স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির ৬৩ লাখ ৪৩ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৫ কোটি ৪১ লাখ টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। এ মার্কেটে ২০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। ৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে বীচ হ্যাচারি।
এরপর, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ই্নফিউশনস লিমিটেড। কোম্পানিটি ব্লক মার্কেটে ২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
এ মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা নেটওয়ার্কস, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, এএমসিএল প্রাণ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপেক্স ট্যানারি, বঙ্গজ, বিএটিবিসি, বিডি অটোকার্স, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই ফুড, বীচ হ্যাচারি, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল।
আরো রয়েছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, ইস্টার্ণ ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন,জেএমআই হসপিটাল,কে অ্যান্ড কিউ, কেয়া কসমেটিকস, লাভেলো আইসক্রিম, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, মতিন স্পিনিং, বিডি মনোস্পুল, ন্যাশনাল হাউজিং।
এ ছাড়াও রয়েছে- ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, রহিমা ফুড, রেকিট বেনকিজার, রবি, সাইফ পাওয়ারটেক, সায়হাম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শাশা ডেনিম, সিলভা ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, উত্তরা ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।