প্রকাশ : ডিসেম্বর ১১, ২০২২ , ৩:৫৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে আবারো র্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও নূরুল ফজল বুলবুল।
শনিবার (১১ ডিসেম্বর ২০২২) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য তাদেরকে পুনরায় এ পদে নির্বাচিত করে সিডিবিএল পর্ষদ।
রাজধানির ডিজিটাল প্লাটফর্মে সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভঙ্কর কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- এ কে এম নূরুল ফজল বুলবুল, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম, সাঈদ বেলাল হোসেন ও নাসের এজাজ বিজয়।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১১, ২০২২ , ৩:৫৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।