আপডেট : ডিসেম্বর ১৩, ২০২২ , ২:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শক্তি ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ব্যবসা বাড়াতে ৫টি এলপিজি অটোগ্যাস ও সিএনজি স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে, চলতি ডিসেম্বরের ১৮ তারিখ, ২টি স্টেশনে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইর দেয়া তথ্য অনুযায়ী, ইন্ট্রাকোর ৯৪তম পর্ষদ সভায় ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এ বিষয়ে কোম্পানির ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেয় শেয়ারহোল্ডারা।
একইসঙ্গে, ওই সভায় ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশনেরও অনুমোদন দেয় কোম্পানিটির পর্ষদ।
কোম্পানির গত ২৩ আগস্টের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫টি এলপিজি অটোগ্যাস এবং সিএনজি স্টেশনের অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর, বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত ইন্ট্রাকোর দুই স্টেশনের মধ্যে সিএনজি গ্যাস স্টেশনটির অবস্থান রাজধানীর কেরানীগঞ্জে। আর, এলপিজি অটোগ্যাস স্টেশনটি চট্টগ্রামে অবস্থিত।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২২ , ২:৩৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।