Homeখাতওয়ারী সংবাদব্যবসা বাড়াবে ইন্ট্রাকো, ১৮ ডিসেম্বর নতুন উৎপাদনে

ব্যবসা বাড়াবে ইন্ট্রাকো, ১৮ ডিসেম্বর নতুন উৎপাদনে

স্টাফ রিপোর্টার: শক্তি ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ব্যবসা বাড়াতে ৫টি এলপিজি অটোগ্যাস ও সিএনজি স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে, চলতি ডিসেম্বরের ১৮ তারিখ, ২টি স্টেশনে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

ডিএসইর দেয়া তথ্য অনুযায়ী, ইন্ট্রাকোর ৯৪তম পর্ষদ সভায় ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এ বিষয়ে কোম্পানির ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেয় শেয়ারহোল্ডারা।

একইসঙ্গে, ওই সভায় ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশনেরও অনুমোদন দেয় কোম্পানিটির পর্ষদ।

কোম্পানির গত ২৩ আগস্টের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫টি এলপিজি অটোগ্যাস এবং সিএনজি স্টেশনের অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য,  আগামী ১৮ ডিসেম্বর, বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত ইন্ট্রাকোর দুই স্টেশনের মধ্যে সিএনজি গ্যাস স্টেশনটির অবস্থান রাজধানীর কেরানীগঞ্জে। আর, এলপিজি অটোগ্যাস স্টেশনটি চট্টগ্রামে অবস্থিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত