স্টাফ রিপোর্টার: শেয়ার হোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জর ওয়েবসাইট সূত্রে বুধবার (১৪ ডিসেম্বর/২০২২) এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, অ্যাপেক্স ফুটওয়্যার ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ শেয়ার হোল্ডারদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে শেয়ার হোল্ডারদের জন্য নগদ ও বোনাস মিলে ৪৫ শতাংশ লভ্যাশ ঘোষণা করে এ্যাপেক্স।
কোম্পানির ঘোষিত ৪৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ৩৫ শতাংশ নগদ। আর, বাকি ১০ শতাংশ বোনাস। শেয়ার হোল্ডারদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার।
আবার, ইস্টার্ণ হাউজিং ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের লভ্যাংশ শেয়ার হোল্ডারদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাশ ঘোষণা করে কোম্পানিটি।
কোম্পানির ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে ইস্টার্ণ হাউজিং।