স্টাফ রিপোর্টার: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়েছে। এ অবস্থায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে সার্কিট ব্রেকারে মূল্য স্পর্শ করেছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১০টা ২৩ মিনিট পরযন্ত ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৫ লাখ ৮৭ হাজার ৬৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৬০ পয়সা দরে।
আগের দিন (রোববার) শেয়ারটির সমাপনী দর বা ক্লোজিং প্রাইস ছিল ১৩ টাকা ৩০ পয়সা।