স্টাফ রিপোর্টার: আইসিএবি অর্থাৎ, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। একইসঙ্গে, তিন জন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মো. ইয়াসিন মিয়া, এমবিএম লুৎফুল হাদী ও মো. জহিরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। আইসিএবি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কাউন্সিল সভায় ২০২৩ সালের জন্য এসব ব্যক্তিত্বকে নির্বাচিত করেন সদস্যরা।
আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে মো. মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণ করবেন ২০২৩ সালের ১ জানুয়ারী।
এর আগে ২০১৯ সালে তিনি আইসিএবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের পদে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে দায়িত্ব পালন করেন তিনি।
আইসিএবির একজন প্রাক্তন শিক্ষক মো. মনিরুজ্জামান। প্রতিষ্ঠানটির ইনভেস্টিগেশন এন্ড ডিসিপিলিনারি কমিটি (আইডিসি), টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ কমিটি (টিআরসি), প্রফেশনাল ডেভলাপমেন্ট কমিটি (পিডিসি), কমিটি ফর স্মমল এন্ড মিডিয়াম প্রাকটিসনার (এসএমপি), মিডিয়া ও ব্র্যান্ডিং কমিটি, কিউএবি বা, কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ডসহ এডিটরিয়াল বোর্ডের গুরুত্বপূর্ণপদেও দায়িত্ব পালন করেন তিনি।
একাধারে তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক কমিটি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এসএম হল প্রাক্তন ছাত্র সমিতি এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।
এছাড়াও, একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর একজন সিনিয়র পার্টনার মো. মনিরুজ্জামান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।