Homeএজিএম/ইজিএমসোমবার ১৫ কোম্পানির এজিএম

সোমবার ১৫ কোম্পানির এজিএম

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত পৃথক খাতের ১৫ কোম্পানির পর্ষদ ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে সোমবার (২৬ ডিসেম্বর/২০২২) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশের পাশিাপাশি, অন্যান্য এজেন্ডার অনুমোদন নেয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এসব কোম্পানির এজিএম সংক্রান্ত তথ্য জানা গেছে।

সোমবারের এজিএম-আয়োজক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জাহিন স্পিনিং লিমিটেড, এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, শমরিতা হসপিটাল লিগ্যাসি ফুটওয়্যার, আছিয়া সি ফুড, আমান কটন ফাইবার্স, আমান ফিড, বিডি পেইন্টস, সিভিও পেট্রো কেমিক্যাল, দেশ গার্মেন্টস, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে ওই দিন পৃথক পৃথক সময়ে এসব কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জাহিন স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে সোমবার সকাল ৯টায়। চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনও লভ্যাংশ দেবে না।

সকাল ১০টায় এসিআই লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবেএসিআই  ফরমুলেশনের এজিএম। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্য্যাংশ দেবে।

আমান ফিড, বিডি পেইন্টস ও সিভিও পেট্রো কেমিক্যালের এজিএম সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমান ফিড ও বিডি পেইন্টস ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেবে। আর, সিভিও পেট্রো কেমিক্যাল কোনো লভ্যাংশ দেবেনা।

আবার, সকাল ১১টায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল ও সোনারগাঁও টেক্সটাইলের এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে অলিম্পিক ৪৫ শতাংশ, শমরিতা ১০ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল ১ শতাংশ লভ্যাংশ দেবে।

সকাল সাড়ে ১১টায় দেশ গার্মেন্টসের এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

আছিয়া সি ফুডের এজিএম দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ‍দেবে।

আমান কটন ফাইবার্সের এজিএম অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ১৬ মিনিটে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

লিগ্যাসি ফুটওয়্যারের এজিএম দুপুর সাড়ে ১২টায়। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

আবার, এমজেএল বাংলাদেশের এজিএম বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত