Homeখাতওয়ারী সংবাদকুইন সাউথ টেক্সটাইলে আধুনিকীকরণ, বাড়বে মুনাফা

কুইন সাউথ টেক্সটাইলে আধুনিকীকরণ, বাড়বে মুনাফা

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড অটো ডিসপেনসিং এবং আধুনিকীকৃত সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত ২২ ডিসেম্বর কোম্পানির ২০তম এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছে এ প্রকল্পের।

বুধবার (২৮ ডিসেম্বর/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, অটো ডিস্পেন্সিং এবং আধুনিকীকৃত সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের পর রং, কেমিক্যালসহ পানি খরচ কমবে কুইন সাউথ টেক্সটাইলের। এতে খরচ বাঁচবে ১ কোটি ১০ লাখ টাকা। -যা সরাসরি কোম্পানির মুনাফায় যোগ হবে। অর্থাৎ, আগের তুলনায় কোম্পানিটির মুনাফা বাড়বে আরো ১ কোটি ১০ লাখ টাকা।

এ প্রকল্প বাস্তবায়নে কুইন সাউথ টেক্সটাইলের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি টাকা।

শেয়ারমার্কেটে ২০১৮ সালে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৯ কোটি ৫৫ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১৪ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৬২২টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৫৩ দশমিক ২৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীর ১ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৩৮ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত