সকল মেনু

এজিএমে ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন জিপিএইচ ইস্পাতের

স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৮ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশের অনুমোদন করা হয়। এরমধ্যে নগদ সাড়ে ৫ ও স্টক লভ্যাংশ সাড়ে ৫ শতাংশ।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

সভায় আরো উপস্থিত ছিলেন- জিপিএইচ ইস্পাত কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য, কোম্পানি সচিব ও শেয়ারহোল্ডারগণ।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান আলমগীর কবির বলেন, পর্যযায়ক্রমে দেশে নির্মাণ শিল্প সম্প্রসারিত হচ্ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথম কোয়ান্টাম টেকনোলজির কারখানা প্রতিষ্ঠা করেছে জিপিএইচ ইস্পাত।

তিনি বলেন, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেলসহ দেশের অনেক মেগাপ্রকল্পে যুক্ত হয়ে সক্ষমতা প্রমাণ করেছে এ কোম্পানি। জিপিএইচ ইস্পাতের চ্যালেঞ্জ হচ্ছে— নতুন ব্যবসা সম্প্রসারণ, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তার স্থায়ীত্ব নিশ্চিত করা। পাশাপাশি, বাজার পরিস্থিতি আরো মজবুত করাটাও এ চ্যালেঞ্জের মধ্যে পড়ে। জিপিএইচ কোম্পানি এসব চ্যলেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে পারবে বলে তিনি আশা করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, গত বছর অপেক্ষা এবার ৬৫ দশমিক ৬৭ শতাংশ বেশি আয় প্রবৃদ্ধি অর্জন করেছে জিপিএইচ ইস্পাত। মোট বিক্রির ১০ শতাংশ হারে এ কোম্পানি সরকারি কোষাগারে জমা দিয়েছে ৪৪২ কোটি ২৩ লাখ টাকা। তিনি বলেন, রাজস্ব দেয়ার এ হার গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদ কর্তৃক উত্থাপিত নগদ ও স্টক মিলে ১১ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল জিপিএইচ ইস্পাতের ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানান শেয়ায়রহোল্ডারদের। পাশাপাশি, কর্মদক্ষতার জন্য অভিনন্দন জানান প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগকে।

কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১১ শতাংশ লভ্যাংশ প্রদানসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।

সভায় কোম্পানির উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান শেয়ারহোল্ডাররা।

শেয়ার মার্কেটে ২০১২ সালে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২৪০ কোটি ৮৪ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top