স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩ জানুয়ারী/২০২৩) টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেনে অংশ নেয় ৩৩২টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির। দর কমেছে ১১৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারদর ।
মঙ্গলবার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন করে গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৪০ পয়সা বা ৪.৭৭ শতাংশ বেড়ে সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা বা ৪.৫৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা টেকনোলজি, বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, ওয়ান ব্যাংক, ই-জেনারেশন ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।