Homeঅ্যানালাইসিসফান্ডামেন্টাল অ্যানালাইসিসআবারো দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

আবারো দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৪ জানুয়ারী/২০২৩) আবারো টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার লেনদেনে অংশ নেয় ৩৫৭টি প্রতিষ্ঠান। এরমধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির। দর কমেছে ৯০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারদর।

বুধবার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার সর্বশেষ  ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন করে গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। এদিন ৪৪৮ বারে ৩৪ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করে কোম্পানিটি। যার আর্থিক মূল্য ১৪ লাখ ৩০ হাজার টাকা।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । বুধবার কোম্পানিটির শেয়ারদর ১৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ২০২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস  লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

এ তালিকার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মা, বসুন্ধরা পেপার মিল, ইউনিক হোটেল, এডিএন টেলিকম, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত